
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। কলেজটির মোট ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৫ জন, ফেল করেছে ১৩৮ জন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৯ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে পুরো ব্রাহ্মণপাড়া উপজেলায় গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। তুলনামূলকভাবে দেখা যায়, সাহেবাবাদ ডিগ্রি কলেজের ফলাফল উপজেলায় সবচেয়ে কম।
এমন হতাশাজনক ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এমন বিপর্যয়কর ফলাফল হয়েছে।
একজন অভিভাবক রফিকুল ইসলাম বলেন, “শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না, আবার শিক্ষার্থীরাও সঠিকভাবে মনোযোগী নয়। প্রশাসন যদি নিয়মিত তদারকি করত, তাহলে এমন ফলাফল হতো না।”
একজন স্থানীয় শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন ধরে একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলার অভাব রয়েছে। শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ ও একাডেমিক পরিকল্পনা জোরদার না হলে আগামী বছরও পরিস্থিতি উন্নত হবে না।”
সচেতন মহল মনে করছে, কলেজের বর্তমান প্রশাসন ও শিক্ষক সমাজকে ফলাফল নিয়ে আত্মসমালোচনা করতে হবে। তারা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নিয়মিত ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং একাডেমিক তদারকি জোরদার করা জরুরি।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শিক্ষা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে সাহেবাবাদ ডিগ্রি কলেজ আবারও তার আগের সুনাম ফিরিয়ে আনতে পারবে।