‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে শেখ হাসিনা’র পক্ষে ঐক্যবদ্ধ থাকুন – এমপি বাহার

আলমগীর হোসেন।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মান অসম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে বিশ্বাস করতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে। কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তাঁর স্বপ্নগুলোই বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আজকে যে পদ্মাসেতু বিশ্বের বুকে বাঙ্গালি জাতির মাথা উঁচু করে দিয়েছে, এই পদ্মা সেতু নির্মাণে ১৯৭৩ সালে জাপানের সাথে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু।

একই বছর রাশিয়ার সাথে এটোমিক পাওয়ার প্ল্যান্ট চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু। মৃত্যু মাত্র কয়েকমাস আগে ১৯৭৫ সালের জুলাই মাসে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার পর সব থমকে গিয়েছিল। সব পরিকল্পনা বাতিল করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘ ২১ বছর পিছিয়ে পড়েছিল।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট বিশ্বে প্রবেশ করে। রুপপুরে এটোমিক পাওয়ার প্ল্যান্ট চালু হলে আমাদের বিদুৎ সমস্যা থাকবে না। ২৪০০ মেগওয়াট বিদুৎ উৎপন্ন হবে দুইটি ইউনিট থেকে। আমাদের সন্তানদের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মান আজ কাজ করছেন শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ বিনির্মান কেবল শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। শেখ হাসিনা আর তার যোগ্যপুত্র সজিব ওয়াজেদ জয় ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপকল্প প্রনয়ন করে সফল বাস্তবায়ন করেছেন। আর খালেদা জিয়া আর তার পুত্র লুটপাট করে দেশকে পিছিয়ে দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারেননি। তারেক বিদুৎতের নামে খাম্বা দিয়ে মানুষের টাকা লুটপাট করেছেন। ‘টেক ব্যাক বাংলাদেশ ’ বলে দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার ডাক দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে।

বাংলাদেশের মানুষ একসময় ঠিকমত কাপড় পড়তে পারতো নাহ, তিন বেলা খাবার খেতে পারতো না। এখন দেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। তাই স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনা পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা শেখ হাসিনার উন্নয়ন মানতে পারছেন না, যারা মুক্তিযুদ্ধের বিরোধী চেতনায় বিশ্বাস করেন তারা আমার সাথে থাকা দরকার নেই। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ভোট আমার প্রয়োজন নেই।

কুমিল্লায় স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লায় আয়োজিত “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষক সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

শনিবার (১৭ জুন) দুপুরে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ ’কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যেগে কুমিল্লা নগরীর ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল।

স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি অধ্যক্ষ নেতা জহিরুল আলম, অধ্যক্ষ মাওলানা সফিকুল আলম পাটোয়ারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম।

স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আসাদুর রশিদ।

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন কলেজ-মাদ্রসার অধ্যক্ষ সহ ৫ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page