সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার হোমনা উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অবিস্মরণীয় দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তুযোদ্ধা সংসদ,হোমনা থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠননেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ সময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও রুমন দে, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, তদন্ত মো. আমিনুর রসুল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক সরকার ও গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, আ’লীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া, যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে হোমনা পৌরসভায় পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমিকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হোমনা থানার আয়োজনে বিকাল ৩ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page