মোঃ শরিফ খান আকাশ।।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী,খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কর্ণেলবাজার, মঈনপুর ও মাদলা বিওপি কর্তৃক ০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫২,৮২,৯৫০/-(বায়ান্ন লক্ষ বিরাশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।
তন্মধ্যে জব্দকৃত বাসমতি চাউল ২,০৪৯ কেজি, বাঁজি ৬৪,৫০০ পিস, আমুল কুল ড্রিংক ৫০৪ বোতল, কম্বল ০৩ টি, কসমেটিক্স সামগ্রী ১,৭৩৮ পিস, কিসসিম ৩৬ কেজি, গরু ০১ টি, চিনি ৪,৯৬৮ কেজি, ফুচকা ৩০০ প্যাকেট, বাই সাইকেল ০১টি, টোবাকো জর্দ্দা ১২,৩৬০ টি, পান মসলা ১২,৪২০ টি, বিয়ার ০১ বোতল, হুইস্কি ৮৮ বোতল, ফেন্সিডিল ২৫ বোতল এবং গাঁজা ১৫.৫ কেজি।
বিজিবি জানান সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
আরো দেখুন:You cannot copy content of this page