
স্টাফ রিপোর্টার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাপোর্টার্স পেইজের উদ্বোধন করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গ্রুপটি সক্রিয় থাকবে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম জায়ান্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে সাপোর্ট করার উদ্দেশ্য এ গ্রুপটি পথচলা শুরু করলো। তবে
পেইজটির এডমিনরা জানান, সমাজের অসহায় মানুষের জন্য কাজ করবে গ্রুপের সদস্যরা। বর্তমানে গ্রুপটিতে সাড়ে ৪ হাজার সদস্য সক্রিয় রয়েছে।
শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রুপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী নেতা আবদুস সোবহান খন্দকার সেলিম ও আবাদ হোসেন।
অনুষ্ঠানে গ্রুপের এডমিন আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এডমিন খলিল মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক মজুমদার, মাছুম বিল্লাহ, আহসান মাহমুদ ফরহাদ, জান্নাতুল ফেরদৌস, শারমিন আক্তার, হালিমা আক্তার, উম্মে সালমা এনিসহ গ্রুপের অন্যান্য এডমিন ও মডারেটররা উপস্থিত ছিলেন।