জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতায় কুমিল্লা অডিশনে ইয়েস কার্ড পেল ১১ জন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতার কুমিল্লা অডিশন অনুষ্ঠিত হয়েছে। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগীতা গত সোমবার দিনব্যাপী কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীতায় ১০ পারা বিজয়ী ১১ শিক্ষার্থী আগামী ২৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগীতার জন্য মনোনীত হয়ে “ ইয়েস কার্ড ” লাভ করেছেন।

গত সোমবার (১৪ মার্চ) দিনব্যাপী কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি হাজী সেলিম মিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতায় প্রধান অতিথি ও বিচারক ছিলেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ আন নাছিরী। সঞ্চালনা করেন নোয়াপাড়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আশরাফ ইবনে হেলাল। দিনব্যাপি প্রতিযোগীতা শেষে ১০ পারা বিজয়ী ও ৫ পারা গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রতিযোগীতায় ১০ পারা গ্রুপে বিজয়ী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগীতার জন্য মনোনীত ১১ জ হলেন: ইয়াসির আরাফাত, মাজারুল ইসলাম, সায়েম সামী, দিদারুল আলম, আশ্রাফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম, মুহাম্মদুল্লাহ, মাঈনুল ইসলাম,আবদুল আলীম ও নাজমুল লিটন।

এছাড়া ৫ পারা গ্রুপে বিজয়ী ৫ শিক্ষার্থী হলেন: আবদুল কাদের জিলানী (নোয়াপাড়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা) ,সালমান ফারসী ( আন নুর তাহফিজ কুরআন) ,ছফিউল্লাহ মোহসেন ( দেবিদ্বার দারুল উলুম), শাহেদুল ইসলাম ও মাজারুল ইসলাম (তাহফিজুল কোরআন, লালমাই)।

এ গ্রুপে শান্তনা পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ সামী, মঈনুল ইসলাম, আরমান, মুকতাদির করিম, নজরুল ইসলাম হামিম। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি হাজী সেলিম মিয়া মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page