মনির খাঁন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের ২ঘন্টা রোদে দঁাড় করিয়ে কলেজ প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা দেওয়ায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনার পরিপন্থী হওয়ায় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্বাক্ষরিত শোকজের জবাব আগামী তিন দিনের মধ্যে প্রদান করতে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরীকে বলা হয়েছে।
উল্লেখ্য, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের ২ ঘন্টা রোদে দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধণা অনুষ্ঠান আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে সরকারী ভাবে নিষেধাজ্ঞা থাকলেও কলেজের অধ্যক্ষ তা মানেনি। পূর্বঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজ এসে উপস্থিত হয়েছেন দুপুর ১২টায়। এই দুই ঘন্টা ছাত্র-ছাত্রীদের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত দুঘন্টা সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী।