সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় আজ সোমবার দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্টানটি উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
মূলদল আওয়ামীলীগের জন্মেরও এক বছর আগে প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
আরো দেখুন:You cannot copy content of this page