ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০ কিঃমিঃ যানজট

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মহাসড়কের চান্দিনার অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং এর নিমসার থেকে- চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা।

কুমিল্লা পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার একেএম রহমতুল্লা জানান, বৃহস্পতিবার ভোর ৪ টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সড়কের উপর উল্টে গিয়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো বলেন, কাভার্ডভ্যানটি মালবাহী হওয়ায় সকাল সাড়ে ১০ টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েনি। ফলে এক লেনে গাড়ী চলাচলের কারনে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

কিবরিয়া নামের এক সংবাদ কর্মী বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কুমিল্লা থেকে উদ্দেশ্যে গাড়িতে উঠেছি। সাড়ে ১০টায় চান্দিনায় জ্যামে আটকে আছি। আড়াই ঘন্টায় মাত্র ৩০ কিলোমিটার আসলাম। অথচ অন্যান্য সময় ঢাকা পৌঁছাতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।’

পুলিশ আরো জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page