কুসিক নির্বাচনে নৌকায় ভোট চাইলো সাবেক শিক্ষার্থীরা

মাহফুজ নান্টু, কুমিল্লা।
হাতে আছে মাত্র তিন দিন। শেষ মুহুর্তের প্রচারনায় জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। হিসেব করে করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।

শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর টাউনহল থেকে নৌকা প্রতিকের জন্য ভোট চেয়ে প্রচারনা করেছেন কুমিল্লা জিলা স্কুল ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ইর্ষ্টাণ মেডিকেল কলেজ ও কুমিল্লা হাইস্কুলের সাবেক শিক্ষার্থীরা। প্রচারনায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নগরীর কান্দিরপাড় থেকে সাবেক শিক্ষার্থীরা হাতে নৌকার লিফলেট নিয়ে প্রচারনায় অংশ গ্রহণ করেন। পরে মনোহরপুর , রাজগঞ্জ, মোগলটুলি, ডিসি সড়ক হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী মাহতাব এলভিন বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। বিগত দুইবার যিনি মেয়র ছিলেন তিনি এই কুমিল্লা নগরীতে একটি অকার্যকর নগরীতে পরিনত করে। আমরা যারা কুমিল্লার সন্তান আমরা চাই একটি বাসযোগ্য নগরীতে রুপান্তরিত হউক কুমিল্লা। তাই এবার আমরা যারা নগরীর বিভিন্ন স্কুল কলেজের সাবেক শিক্ষার্থী রয়েছি আমরা চাই পরিবর্তণ আসুক। তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page