মুরাদনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনরত অবস্থায় আটক সাগর (২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে কারাদন্ড প্রাপ্ত যুবককে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরণ করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এর আগে সোমবার বিকেলে উপজেলার বাঙ্গরা থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর বাজরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি নাজমুল হাসান।

কারাদন্ড প্রাপ্ত সাগর (২৫) মুরাদনগর উপজেলার পাঞ্জির পাড় গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নাজমুল হুদা বলেন, গাজাঁ সেবনরত অবস্থায় সাগরকে পুলিশ আটক করে। তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সাগর ২ বছর থেকে মাদক সেবন করার কথা ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page