কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা ক্লাবের আয়োজনে সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত এর সংবর্ধনা ও ক্লাবের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ ও সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
এসময় সংসদ সদস্য সহধর্মীনি ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত, মেয়রের সহধর্মীনি শিল্পী, ক্লাবের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ক্লাবের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসীন বাহার সূচনাসহ ক্লাবের সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।