নেকবর হোসেন।।
কুমিল্লার নিউমার্কেট ও ইপিজেড রোড এলাকায় চালসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করে অধিকমূল্যে চাল বিক্রির অভিযোগে মেসার্স মেসবাহ উদ্দিনের চাউলের আড়তকে ৫ হাজার টাকা, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটানোর প্রচেষ্টার অভিযোগ এবং বেশি দামে মাউনটেইন ডিও বিক্রির অভিযোগে ইপিজেড এলাকার কিং ফিশার রেস্টুরেন্টকে ৭ হাজার, ম্যানু সরবরাহ না করে বেশি দামে খাবার বিক্রির অভিযোগে মনোহরপুর এলাকার ডাইনিং হল রেস্টুরেন্টকে ৮ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউমার্কেট এলাকার আনোয়ার মেডিসিন কর্ণারকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে টিউব লাইট বিক্রি করায় ইপিজেড রোড এলাকার সামাদ ইলেকট্রিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনজন অভিযোগকারীকে ৩,৭৫০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযানে উক্ত এলাকার সুপারসপ, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সবজির বাজারে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০ থেকে ১টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page