
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা হতে ৩২ কেজি গাঁজা ও ২ বোতল স্কাপ সিরাপসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ মাদারীপুর জেলার শিবচর থানার কাঁঠালবাড়ী গ্রামের গণি শেখ এর ছেলে মোঃ বাবুল শেখ (৩০) এবং একই থানার কেরানী বাট গ্রামের কুদ্দুস মাদবর এর ছেলে সজিব মাদবর (২৯)।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে ওই রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় থেকে ১০ কেজি ৩শ গ্রাম গাঁজা ও ২ বোতল স্কাপ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো বগুড়া জেলার শেরপুর থানার আশ্রম খাগা গ্রামের মৃত জগদীশ চন্দ্র শীল এর ছেলে শ্রী সুকুমার (৪৮) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্বধনমুরী গ্রামের মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ মাসুদ (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, মাদারীপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও স্কাপ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











