কুমিল্লায় শব্দদূষণ করায় ৫ পরিবহন চালককে জরিমানা

কুমিল্লা নিউজ।।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় এই জরিমানা করা হয়। পাঁচ পরিবহন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিষিদ্ধ হর্ন অপসারণ করা হয়। এ সময় আরও কিছু পরিবহনকে সতর্ক করা হয়। শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ কর্মকর্তারা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page