০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

  • তারিখ : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 13

নেকবর হোসেন।।
চুরির অভিযোগে কুমিল্লায় মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।

নিহত মোজাম্মেল হোসেন সুমন পার্শ্ববর্তী বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। রোববার (৮ জানুয়ারি) এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করছেন।

রোববার রাতে স্থানীয়দের বরাত দিয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন জানান, সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদের মুদি দোকানে টিনের চালা খুলে শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাতে চোর ঢোকে তখন পার্শ্ববর্তী বাড়ির রফিক নামে একজন বিষয়টি টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে তা জানায়।

এসময় স্থানীয় কয়েকজন যুবক এসে দোকানের ভেতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে রোববার সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুমন চট্টগ্রাম থাকলেও সে গ্রামে বড় হয়েছে। তার নামে পূর্বে কোনো মামলা ছিল না।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম বলেন, আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রোববার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। আমার ছেলে কখনো চুরি-ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনদিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

error: Content is protected !!

কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

তারিখ : ১১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

নেকবর হোসেন।।
চুরির অভিযোগে কুমিল্লায় মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।

নিহত মোজাম্মেল হোসেন সুমন পার্শ্ববর্তী বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। রোববার (৮ জানুয়ারি) এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করছেন।

রোববার রাতে স্থানীয়দের বরাত দিয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন জানান, সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদের মুদি দোকানে টিনের চালা খুলে শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাতে চোর ঢোকে তখন পার্শ্ববর্তী বাড়ির রফিক নামে একজন বিষয়টি টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে তা জানায়।

এসময় স্থানীয় কয়েকজন যুবক এসে দোকানের ভেতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে রোববার সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুমন চট্টগ্রাম থাকলেও সে গ্রামে বড় হয়েছে। তার নামে পূর্বে কোনো মামলা ছিল না।

নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম বলেন, আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রোববার সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে। আমার ছেলে কখনো চুরি-ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনদিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।