মুরাদনগরে হাফজদের মাঝে পাগড়ী প্রদান ও আলোচনা সভা

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। এ সময় ১৬ জন কুরআন সমাপনী হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা কবির হোসেন, রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ, ওমর ফারুক প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page