০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দেবিদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না” বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু

কুমিল্লায় পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত

  • তারিখ : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • 10

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাহারা খাতুন (৮৫) নামের এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশন সংলগ্ন ধাঁনসিঁড়ি আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। আহতেরা হলেন—নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি (৪০), পুত্রবধূ মমতাজ বেগম (৪৫) ও তাছলিমা আক্তার (৩৫)। আহত অ্যাম্বুলেন্স চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকায় আজ বিকেলে যানজটের কারণে ধীর গতিতে চলছিল গ্যাসের সিলিন্ডারবাহী পিকআপ। এ সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোগী সাহারা খাতুনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত তাছলিমা আক্তার বলেন, ‘গত তিন দিন আগে আমার শাশুড়ির হার্ট অ্যাটাক করে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে চান্দিনা বাস স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ি।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতাবস্থায়ই চালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ব্যবস্থা হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় পিকআপের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত

তারিখ : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাহারা খাতুন (৮৫) নামের এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্টেশন সংলগ্ন ধাঁনসিঁড়ি আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। আহতেরা হলেন—নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি (৪০), পুত্রবধূ মমতাজ বেগম (৪৫) ও তাছলিমা আক্তার (৩৫)। আহত অ্যাম্বুলেন্স চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকায় আজ বিকেলে যানজটের কারণে ধীর গতিতে চলছিল গ্যাসের সিলিন্ডারবাহী পিকআপ। এ সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোগী সাহারা খাতুনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত তাছলিমা আক্তার বলেন, ‘গত তিন দিন আগে আমার শাশুড়ির হার্ট অ্যাটাক করে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে চান্দিনা বাস স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ি।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর আহতাবস্থায়ই চালক পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ব্যবস্থা হচ্ছে।