নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগরীর রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও যুবলীগ নেতা সহিদুল ইসলাম চপল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জেবুন নাহার। এসময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ হেল মুকিত, রেহেনা পারভীন, জিয়াউর রহমান, সহকারি শিক্ষক মাহমুদুল হাসান, উম্মে হানি, শাহিনুল ইসলাম,ফাহমিদা সুলতানা প্রমুখ।।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.কামাল হোসাইন।