আলমগীর হোসেন।।
র্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন, আলোচনা সভাসহ নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালী বের করা হয়। পরে টাউন হল মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এসময় অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছামছুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।