নাঙ্গলকোটে রাস্তার বেহাল দশা, শতাধিক পরিবারের ভোগান্তি

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউপির নাঙ্গলকোট- নাথেরপেটুয়া মূল সড়কের দুয়ারিয়া বাজারের পূর্ব পাশে আমীন বাড়ি সড়কের বেহাল দশায় প্রায় শতাধিক পরিবারের ভোগান্তি দীর্ঘদিনের।

মেম্বার- চেয়ারম্যান পরিবর্তন হলেও এখানকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটির পরিবর্তন হয় নি এখনো। এখানে স্হানীয় বাসিন্দারা ছাড়াও সরকারি আশ্রয়ের প্রায় দুই শতাধিক লোকের চলাচল।

রাস্তার প্রতি অতিষ্ঠ হয়ে কেউ কেউ রিকশা ও সিএনজি বিক্রি করে বেকার গুরে-বেড়াচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তার বেহাল দশায় মসজিদ- মাদ্রাসা, স্কুল, হসপিটাল ও বাজারে যাওয়াও অসম্ভব হয়ে পড়ছে। হালকা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা হলে ৮-১০ দিনেও তা ঠিক হয় না। বিষয়টি বারবার দায়িত্বশীল ব্যাক্তিদের জানিয়েও কোন ফায়দা পাওয়া যায় নি।

বৃহস্পতিবার বিকেলে স্হানীয় “বর্তমান টিভি” ফেসবুক পেইজ থেকে রাস্তার বেহাল দশার চিত্র সরাসরি সম্প্রচার করলে বিষয়টি জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের নজরে আসলে তিনি বৃষ্টি বন্ধ হলে রাস্তার কাজ করে জনসাধারণের চলাচল সহজ করার আশ্বাস প্রধান করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page