কুমিল্লায় বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন ইমরান

তিতাস প্রতিনিধি
বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন কুমিল্লা তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের চাঁন্দ নাগের চর গ্রামের জাহাঙ্গীর আলম সওদাগরের ছেলে ইমরান হোসেন সওদাগর।

তার বাবার ইচ্ছে ছিল ছেলে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যাবে। তাই বাবার সেই ইচ্ছে পূরণ করলেন ইমরান হোসেন সওদাগর।

ইমরান হোসেন সওদাগর দাউদকান্দি উপজেলা মারুকা ইউনিয়নের মারুকা গ্রামের দাউদকান্দি কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলমের ভাই হাজী দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করেন।

এর আগে, কনের বাড়ি যেতে বুধবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় উপজেলার চাঁন্দ নাগের চর মাদরাসা মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন তিনি। মাত্র পাঁচ মিনিটে কনের বাড়ির পাশের মাঠে পৌঁছান বরবাহী এ হেলিকপ্টার।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফেরেন ইমরান হোসেন সওদাগর।

স্থানীয় বাসিন্দ মহসিন মাস্টার বলেন, ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। সময়ের পরিবর্তনে ঘোড়ার গাড়ি বিলুপ্তির পথে। দীর্ঘদিন পর হেলিকপ্টার চড়ে বরকে বিয়ে করতে যেতে দেখলাম।

বর ইমরান হোসেন সওদাগর বলেন। আমি পরিবারের বড় ছেলে। বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাব। বাবার শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। এতে এলাকাবাসীও খুব খুশি হয়েছেন।

কনের বাবা হাজী দেলোয়ার হোসেনের বলেন, হেলিকপ্টার চড়ে আমার মেয়ে শ্বশুর বাড়িতে গেছে। এটা খুবই আনন্দের বিষয়। দোয়া করি, তাদের দাম্পত্য জীবন সুখের হউক।

বরের বাবা জাহাঙ্গীর আলম সওদাগর বলেন, আমার শখ ছিল, ছেলের বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনব। সেই শখ পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেছি। এ জন্য ব্যতিক্রমী আয়োজন। এজন্য আমি আল্লাহর কাছে লক্ষকোটি শুকরিয়া জ্ঞাপন করছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page