১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার লাকসামে পানির ট্রাকের চাপায় মাদরাসার ছাত্র নিহত

  • তারিখ : ০৯:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • 16

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম পৌরসভার রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত পানির ট্রাক চাপায় এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের জবাইখানা রোডে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন পরান (১২) ঐ এলাকার উম্মূল ক্বোরা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে পৌরসভার ফতেপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে পরানসহ তিনজন ছাত্র দোকানে যায়। তারা পাউরুটি-কলা কিনে ফেরার পথে সেলিম মাহমুদের দোকানের পাশে পৌঁছুলে পৌরসভার রাস্তা নির্মাণকারী ম্যাক্স ঠিকাদারের পানিবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় পরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় সাথে অপর শিক্ষার্থী সাকিব আল হাসানসহ দুজন আহত হয়। আহত সাকিবকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ঘটনার পর ম্যাক্স ঠিকাদারের পানিবাহি ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির বডি থেকে চাকা বাইরে থাকায় বেপরোয়া গতিতে আসা শিশু শিক্ষার্থীরা কোন কিছু বুঝে ওঠার আগেই চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা যায়।

এ বিষয়ে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ম্যাক্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সিএম আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যায় দুর্ঘটনায় শিশুর মৃত্যু সংবাদ পেলাম। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা সামছু উদ্দিন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে ছেলেরা খেলাধুলা করতে যায়। সাকিবসহ তিনজন ছেলে মাদ্রাসা থেকে প্রায় ২শ গজ দূরে একটি দোকানে কলা-পাউরুটি কিনতে যায়। ফেরার পথে পানিবাহি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। আহত সাকিবকে চিকিৎসা দেয়া হয়েছে।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

error: Content is protected !!

কুমিল্লার লাকসামে পানির ট্রাকের চাপায় মাদরাসার ছাত্র নিহত

তারিখ : ০৯:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম পৌরসভার রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত পানির ট্রাক চাপায় এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের জবাইখানা রোডে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন পরান (১২) ঐ এলাকার উম্মূল ক্বোরা মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে পৌরসভার ফতেপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে পরানসহ তিনজন ছাত্র দোকানে যায়। তারা পাউরুটি-কলা কিনে ফেরার পথে সেলিম মাহমুদের দোকানের পাশে পৌঁছুলে পৌরসভার রাস্তা নির্মাণকারী ম্যাক্স ঠিকাদারের পানিবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় পরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় সাথে অপর শিক্ষার্থী সাকিব আল হাসানসহ দুজন আহত হয়। আহত সাকিবকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ঘটনার পর ম্যাক্স ঠিকাদারের পানিবাহি ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির বডি থেকে চাকা বাইরে থাকায় বেপরোয়া গতিতে আসা শিশু শিক্ষার্থীরা কোন কিছু বুঝে ওঠার আগেই চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা যায়।

এ বিষয়ে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ম্যাক্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সিএম আমিনুল ইসলাম বলেন, সন্ধ্যায় দুর্ঘটনায় শিশুর মৃত্যু সংবাদ পেলাম। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা সামছু উদ্দিন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে ছেলেরা খেলাধুলা করতে যায়। সাকিবসহ তিনজন ছেলে মাদ্রাসা থেকে প্রায় ২শ গজ দূরে একটি দোকানে কলা-পাউরুটি কিনতে যায়। ফেরার পথে পানিবাহি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। আহত সাকিবকে চিকিৎসা দেয়া হয়েছে।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।