০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা কুমিল্লার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন; মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব – ড. মোবারক হোসাইন চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লায় নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের ঘোষণা, কাউন্সিলরকে শোকজ

  • তারিখ : ১১:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • 65

নিউজ ডেস্ক।।
নৌকায় ভোট না দিলে অসহায়দের ভাতা বন্ধ করে দেওয়া হবে– শুক্রবার জুমার নামাজের সময় এমন ঘোষণা দেওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ারকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি-২৫৪-এর চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল। রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৪ ডিসেম্বর) তাকে এ শোকজ করে অনুসন্ধান কমিটি।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগ অনুযায়ী আপনি বিগত ২২ ডিসেম্বর জুমার দিন মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে যারা বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং টিসিবি কার্ড পেয়েছেন, তাদের অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাদের ওইদিন সন্ধ্যা ৬টায় মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। না হলে তাদের কার্ডগুলো কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হবে।

একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মসজিদের মাইক ব্যবহার করে আপনার এমন ঘোষণা, বক্তব্য ও নির্দেশনা সরকারি পদবি ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন এবং বলপ্রয়োগ করে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রদান করতে অনৈতিকভাবে প্ররোচিত ও প্রভাবিত করার শামিল। আপনার অনুরূপ কার্যকলাপ দ্য রিপ্রেজেন্টশন অব পিপল অর্ডার, ১৯৭২ আর্টিকেল ৭৩, আর্টিকেল ৭৭ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১১(ক)/১১ (খ) বিধির স্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

আপনার অনুরূপ কার্যকলাপের কারণে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেলো।

এ বিষয়ে কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সঠিক নয়। আমি মসজিদ ও মসজিদের বাইরে কোথাও এমন কথা বলিনি।’

error: Content is protected !!

কুমিল্লায় নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের ঘোষণা, কাউন্সিলরকে শোকজ

তারিখ : ১১:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
নৌকায় ভোট না দিলে অসহায়দের ভাতা বন্ধ করে দেওয়া হবে– শুক্রবার জুমার নামাজের সময় এমন ঘোষণা দেওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ারকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি-২৫৪-এর চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল। রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৪ ডিসেম্বর) তাকে এ শোকজ করে অনুসন্ধান কমিটি।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগ অনুযায়ী আপনি বিগত ২২ ডিসেম্বর জুমার দিন মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে যারা বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং টিসিবি কার্ড পেয়েছেন, তাদের অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাদের ওইদিন সন্ধ্যা ৬টায় মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। না হলে তাদের কার্ডগুলো কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হবে।

একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মসজিদের মাইক ব্যবহার করে আপনার এমন ঘোষণা, বক্তব্য ও নির্দেশনা সরকারি পদবি ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন এবং বলপ্রয়োগ করে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রদান করতে অনৈতিকভাবে প্ররোচিত ও প্রভাবিত করার শামিল। আপনার অনুরূপ কার্যকলাপ দ্য রিপ্রেজেন্টশন অব পিপল অর্ডার, ১৯৭২ আর্টিকেল ৭৩, আর্টিকেল ৭৭ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১১(ক)/১১ (খ) বিধির স্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

আপনার অনুরূপ কার্যকলাপের কারণে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেলো।

এ বিষয়ে কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সঠিক নয়। আমি মসজিদ ও মসজিদের বাইরে কোথাও এমন কথা বলিনি।’