মনোয়ার হোসেন।।
চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে তৃতীয় বারের মত বার্ষিক বড় শাফা খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দক্ষিক যাত্রাপুর গণিমিয়া বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়।
গণিমিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বড় শাফা খতমের প্রতিষ্ঠাতা শাপরানের পরিচালনায় মোনাজাত পরিচালনা করেন জৌনপুর দরবার শরীফের পীর সাহেব শাহ আহম্মদ সাদ সিদ্দিকী আলকোরাশী ( বড় হযরত)।
উপজেলা গোপালনগর মাদরাসার সহ-সুপার মাওলানা শাহআলমের সঞ্চলনায় আলোচনা করেন চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, ছুপুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ শহিদুল্লাহ, কাশিনগর মাদ্রাসার অধ্যক্ষ আয়াতুল্লাহ নূরী, গুণবতী ডিগ্রি কলেজের অধ্যাপক আমির হোসেন, মাওলনা আব্দুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবরের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, আয়োজক কমিটির সভাপতি হাজী আলী মিয়া, সহ সভাপতি আবুল হাশেম, ক্যাশিয়ার মাস্টার জাকির হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।