০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ভুট্টাখেতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ অসুস্থ মেয়েকে নিয়ে বাঁচার যুদ্ধ -সহযোগিতা চান কুমিল্লার পারুল বেগম চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুল হুদা কুবির দত্ত হলের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা ব্লকেড কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করা হবে- প্রশাসক শাহ আলম বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহেরের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড কুমিল্লায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

চার শতাধিক শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় শুরু হলো ১০ দিন ব্যাপি কুমিল্লা চারুকলা প্রদর্শনী

  • তারিখ : ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • 45

আলমগীর হোসেন।।
অন্তত ৪ শ শিল্পকর্ম নিয়ে কুমিল্লা শুরু হয়েছে দশ দিনব্যাপী কুমিল্লা চারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ৮২ জন জাতীয় মানের শিল্পী ও কুমিল্লার ১১০ জন শিশু শিল্পীর নানান শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এই প্রদর্শনীটি উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী উত্তম গুহ।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট চিকিৎসক তৃপ্তীশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃৎ চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব রায়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

প্রথম দিনেই এই প্রদর্শনীর সেরা দুই শিল্পীর খেতাব জিতে নিয়েছেন সাজিদ রহমান সুজিত ও জ্যোতির্ময়ি চন্দ।

প্রদর্শনী পরিদর্শন শেষে শিল্পী উত্তম গুহ জানান, কুমিল্লার শিল্পীদের দীর্ঘদিনের দাবি এখানে একটি স্বয়ংসম্পূর্ণ আর্ট গ্যালারি স্থাপনের। এই প্রদর্শনীর শুরুতে আমরা জেলা প্রশাসনের কাছে আবারো দাবি জানিয়েছি। জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লায় একটি গ্যালারি স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, নতুন প্রজন্মকে সৃজনশীল ও শিল্প চর্চায় আগ্রহী করে তুলতে এধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা যেন শিল্পচর্চায় আগ্রহী হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। কুমিল্লা জেলা প্রশাসন সবসময় এ ধরনের শিল্পচর্চার পাশে থাকবে।

কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ জানান, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় আজ আয়োজনের বাইরে কুমিল্লাতেই জেলা পর্যায়ের এ ধরনের বড় প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। প্রায় ২ শ শিল্পী ৪ শতাধিক শিল্পকর্ম নিয়ে এবারের আয়োজন। আগামী ১০ দিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা প্রদর্শন এটি সাধারন মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

error: Content is protected !!

চার শতাধিক শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় শুরু হলো ১০ দিন ব্যাপি কুমিল্লা চারুকলা প্রদর্শনী

তারিখ : ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আলমগীর হোসেন।।
অন্তত ৪ শ শিল্পকর্ম নিয়ে কুমিল্লা শুরু হয়েছে দশ দিনব্যাপী কুমিল্লা চারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ৮২ জন জাতীয় মানের শিল্পী ও কুমিল্লার ১১০ জন শিশু শিল্পীর নানান শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এই প্রদর্শনীটি উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী উত্তম গুহ।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট চিকিৎসক তৃপ্তীশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃৎ চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেব রায়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

প্রথম দিনেই এই প্রদর্শনীর সেরা দুই শিল্পীর খেতাব জিতে নিয়েছেন সাজিদ রহমান সুজিত ও জ্যোতির্ময়ি চন্দ।

প্রদর্শনী পরিদর্শন শেষে শিল্পী উত্তম গুহ জানান, কুমিল্লার শিল্পীদের দীর্ঘদিনের দাবি এখানে একটি স্বয়ংসম্পূর্ণ আর্ট গ্যালারি স্থাপনের। এই প্রদর্শনীর শুরুতে আমরা জেলা প্রশাসনের কাছে আবারো দাবি জানিয়েছি। জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লায় একটি গ্যালারি স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, নতুন প্রজন্মকে সৃজনশীল ও শিল্প চর্চায় আগ্রহী করে তুলতে এধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা যেন শিল্পচর্চায় আগ্রহী হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। কুমিল্লা জেলা প্রশাসন সবসময় এ ধরনের শিল্পচর্চার পাশে থাকবে।

কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ জানান, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় আজ আয়োজনের বাইরে কুমিল্লাতেই জেলা পর্যায়ের এ ধরনের বড় প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। প্রায় ২ শ শিল্পী ৪ শতাধিক শিল্পকর্ম নিয়ে এবারের আয়োজন। আগামী ১০ দিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা প্রদর্শন এটি সাধারন মানুষের জন্য উন্মুক্ত থাকবে।