০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে ঘটনায় ২ শিক্ষার্থী বহিষ্কার, ১৭ জনকে শোকজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে “সফল আত্মকর্মী” পুরস্কার পেলেন কুমিল্লার লাভলী ৪৩তম জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ রানার্সআপ প্রাইজমানি বিতরণ কুমিল্লায় ৩০ বছরের জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খাল খনন করলেন বিএনপি নেতারা বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ফল উৎসব ও সেলাই মেশিন বিতরন কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনা

  • তারিখ : ১০:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • 5

জহিরুল হক বাবু।।
প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নুর মোহাম্মদকে (সোহেল) সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া টিটু মজুমদারকে প্রথম সহসভাপতি, দিদারুল হককে (আকাশ) প্রথম যুগ্ম সাধারণ সম্পাদককে এবং শরীফুল ইসলামকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রাত সাড়ে আটটায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির নাম গঠনতন্ত্র মোতাবেক ঘোষণা করা হয়। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অপর সদস্যদের নাম ঘোষিত কমিটির সদস্যরা তৈরি করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেবে। এরপর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১৫ সালের ২২ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেওয়া হয়। প্রায় ৯ বছর পর আহ্বায়ক কমিটি দিল মহানগর ছাত্রলীগ।

শনিবার বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে ওই সম্মেলন শুরু হয়। এতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজ সিহানুক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন সাদ্দাম হোসেন, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার।

সম্মেলনে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের ৭৫০ জন কাউন্সিলরসহ অন্তত পাঁচ হাজার নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনা

তারিখ : ১০:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

জহিরুল হক বাবু।।
প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নুর মোহাম্মদকে (সোহেল) সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া টিটু মজুমদারকে প্রথম সহসভাপতি, দিদারুল হককে (আকাশ) প্রথম যুগ্ম সাধারণ সম্পাদককে এবং শরীফুল ইসলামকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রাত সাড়ে আটটায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির নাম গঠনতন্ত্র মোতাবেক ঘোষণা করা হয়। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অপর সদস্যদের নাম ঘোষিত কমিটির সদস্যরা তৈরি করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেবে। এরপর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১৫ সালের ২২ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেওয়া হয়। প্রায় ৯ বছর পর আহ্বায়ক কমিটি দিল মহানগর ছাত্রলীগ।

শনিবার বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে ওই সম্মেলন শুরু হয়। এতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজ সিহানুক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন সাদ্দাম হোসেন, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার।

সম্মেলনে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের ৭৫০ জন কাউন্সিলরসহ অন্তত পাঁচ হাজার নেতা–কর্মী উপস্থিত ছিলেন।