বরুড়ায় নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রাম, হাট-বাজারে

আরাফাত হোসেনঃ
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাঠে চষে বেড়াচ্ছেন। বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও জনসংযোগ, স্হানীয় আওয়ামী লীগের সাথে মতবিনিময় করছেন।কিন্তু ভোটের মাঠে হবে মূল সমীকরণ, এবার উপজেলা পরিষদ নির্বাচনে কে হবে চেয়ারম্যান তা নিয়ে চলছে নানা কল্পনা, জল্পনা।

এছাড়াও উপজলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফরহাদ হোসেন, এডভোকেট আব্দুর রহিম, শাহ কামাল ভূঁইয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন বরুড়া পৌরসভা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর মিনুয়ারা বেগম, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, জান্নাতুল ফেরদৌস মর্জিনা।

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদে মূল লড়াই চলছে ২ জনের মধ্যে, তারা হলেন বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামাল। তারা ২ জনেই জনসংযোগ মতবিনিময়ে নতুন বার্তা দিচ্ছেন এবং জনসংযোগ গনজোয়ার তৈরি করছেন।

ভোটের সমীকরণ নিয়ে জানতে বরুড়া উপজেলার এক আওয়ামী লীগ নেতা জানান যেহেতু বর্তমানে ৩ জন প্রার্থী আওয়ামী লীগের, অন্য দলের কোন প্রার্থী নাই,তাই তাদের মধ্যে মূল লড়াই হবে। বরুড়ার মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে।

উল্লেখ্য যে আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page