০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন

দূর্গাপুর রশিদিয়া আমরী শাহী পাক দরবারের ১২ তম ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত

  • তারিখ : ০৯:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • 200

মোঃ শাফি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর পশ্চিমপাড়া মাহবুবে রাব্বানী গাউছে ছামদানী পরীনে পীর দস্তগীর, অলি কুলের শিরমনি শেখ সৈয়দ মহিউদ্দিন আঃ কাদের জিলানী (রাঃ) ও খাজা গরীবেন নেওয়াজ এবং মোর্শেদ কেবলা হযরত মোতালেব শাহঃ মাইজভান্ডারী (রাঃ) এর স্মরণে হযরত রশিদ মাষ্টার শাহ (রাঃ) এর প্রতিষ্ঠিত দরবার শরীফে ১২ তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ মার্চ, ২২ ফাল্গুন) রশিদিয়া আমরী শাহী পাক দরবার শরীফে অনুষ্ঠিত ওরশ ও ছামা মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ আমির হোসাইনী কালিয়াপুরী।

শাহ রশিদিয়া অমরী শাহিপাক দরবার শরিফের বর্তমান গদীনীশিল এস.এম সোহেল রানা এর তত্বাবধায়নে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মোঃ সফিউল্লাহ নূরি (বরুড়া), হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদ(খতিব দুর্গাপুর পশ্চিম পাড়া বাইতুন নূর শাহী জামে মসজিদ), আওলাদে গাউছুল আজম শাহ্জাদা সৈয়দ মোঃ হেলাল শাহ কাদেরী, আমরুল্লাহ শরীফ শাহী পাক দরবার শরীফ, বন্দরামপুর।

এছাড়াও ওরশ মোবারকে আরও বহু ওলামায়ে কেরামগন তাশরিফ আনেন।  বয়ান শেষে আখেরি মোনাজাতের পর তাবারোক বিতরন করা হয়।

দূর্গাপুর রশিদিয়া আমরী শাহী পাক দরবারের ১২ তম ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত

তারিখ : ০৯:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

মোঃ শাফি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর পশ্চিমপাড়া মাহবুবে রাব্বানী গাউছে ছামদানী পরীনে পীর দস্তগীর, অলি কুলের শিরমনি শেখ সৈয়দ মহিউদ্দিন আঃ কাদের জিলানী (রাঃ) ও খাজা গরীবেন নেওয়াজ এবং মোর্শেদ কেবলা হযরত মোতালেব শাহঃ মাইজভান্ডারী (রাঃ) এর স্মরণে হযরত রশিদ মাষ্টার শাহ (রাঃ) এর প্রতিষ্ঠিত দরবার শরীফে ১২ তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ মার্চ, ২২ ফাল্গুন) রশিদিয়া আমরী শাহী পাক দরবার শরীফে অনুষ্ঠিত ওরশ ও ছামা মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ আমির হোসাইনী কালিয়াপুরী।

শাহ রশিদিয়া অমরী শাহিপাক দরবার শরিফের বর্তমান গদীনীশিল এস.এম সোহেল রানা এর তত্বাবধায়নে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মোঃ সফিউল্লাহ নূরি (বরুড়া), হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদ(খতিব দুর্গাপুর পশ্চিম পাড়া বাইতুন নূর শাহী জামে মসজিদ), আওলাদে গাউছুল আজম শাহ্জাদা সৈয়দ মোঃ হেলাল শাহ কাদেরী, আমরুল্লাহ শরীফ শাহী পাক দরবার শরীফ, বন্দরামপুর।

এছাড়াও ওরশ মোবারকে আরও বহু ওলামায়ে কেরামগন তাশরিফ আনেন।  বয়ান শেষে আখেরি মোনাজাতের পর তাবারোক বিতরন করা হয়।