জহিরুল হক বাবু।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বছর প্রস্তাবিত বাজেটের পরিমান ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা।
রোববার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাঃ তাহসীন বাহার সূচনা।
এসময় তিনি বলেন, আমরা শহরকে অপরিকল্পিত নগরায়ন থেকে মুক্ত করার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যাগে অভিযান চলমান রয়েছে। এছাড়া আমি নিজ উদ্যাগে বড় বড় খালগুলো নিয়মিত কাজ হিসেবে পরিষ্কার করানো হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। আর যানজট নিরসন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোঃ মাসুদুর রহমান। বাজেটে উন্নয়নখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়।
সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ও উন্নয়ন অনুদান প্রাপ্তি শেষেও এ বাজেটে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকার প্রারম্ভিক তহবিল রয়েছে।
গত ২০২৩-২৪ অর্থবছরের ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছি। গত অর্থবছরের তুলনায় এ বছর ২৯৬ কোটি টাকার বেশি বাজেট ঘোষনা করা হয়।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি ও কাউছারা বেগম সুমিসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page