কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেল এর ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন প্রকাশ ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

নিহত স্কুল শিক্ষক জগন্নাথদীঘি ইউনিয়নের মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে বিকালে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শিক্ষক জয়নাল আবদীন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগিনা আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমার মামা মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় উনার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উনাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাজবি জানান, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীনকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম জানান, লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি। যোগাযোগ করে এ বিষয়ে আর কোন তথ্য পাইনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page