ব্রাহ্মণপাড়ায় বিজিবি কর্তৃক অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান অবৈধ ভারতীয় কোবরা বাঁজি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪১ লক্ষ ৮৮ হাজার টাকা । গত ২৮ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৩ টায় সুলতানপুর ব্যাটালিয়ন, তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ২৮ অক্টোবর বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন সীমান্ত পিলার ২০৪৪/৭-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিরামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানর বিজিবি ১,৯০,৪০০ পিস ভারতীয় অবৈধ কোবরা বাঁজি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪১ লক্ষ ৮৮ হাজার টাকা।

এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page