০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক

  • তারিখ : ১১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 61

আলমগীর কবির।।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চারটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয় তরুণরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো.দেলোয়ার হোসেন (১৮)।

১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে দুই ভারতীয় তরুণকে আটক করে। এ সময় তাদের সঙ্গে চারটি বিয়ার ক্যান পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রবিবার কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক

তারিখ : ১১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

আলমগীর কবির।।
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চারটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয় তরুণরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো.দেলোয়ার হোসেন (১৮)।

১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে দুই ভারতীয় তরুণকে আটক করে। এ সময় তাদের সঙ্গে চারটি বিয়ার ক্যান পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রবিবার কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।