মোঃ বাছির উদ্দিন।।
“শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘরে হবে এক একটি স্কুল” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাগাইশ মডার্ন স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্কুলের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর বজলুর রহমান, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হুসাইন, শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।
অত্র স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম এর পরিচালনায় অভিভাবক সমাবেশ বক্তব্য রাখেন অত্র স্কুলের সহকারী শিক্ষক নাঈম ইসলাম, মোসা. শাহিনুর আক্তার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী রুবেল, অভিভাবক সদস্য ডাক্তার তোফায়েল আহমেদ, নয়ন সর্দার, হারুন অর রশিদ, কবির হোসেন, বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক পর্যায়ক্রমে আবদুল ছামাদ, সাইফুল ইসলাম, সোহেল ইসলাম, তোফাজ্জল হোসেন, নাহিদ ইসলাম(সুজন) প্রমূখ।
অভিভাবক সমাবেশে বক্তব্যরা বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে।
সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
সমাবেশ শেষ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকরী শিক্ষার্থীদেরকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আরো দেখুন:You cannot copy content of this page