কুমিল্লায় ড্রেজারের গর্তে পড়ে প্রাণ গেল দুই বোনের

মুরাদনগর প্রতিনিধি।।
ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে করা ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে সামিয়া (১৩) ও সামিবা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রি সোহেল মিয়ার বাড়ির পাশে ড্রেজারে কাটা ডোবার পানিতে তার ছোট্ট দুই মেয়ে পড়ে হাবুডুবু খাচ্ছিল। তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এ সময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝো বোন সামিবাকে উদ্ধার করতে যায়। সামিবাকে উদ্ধার করতে গিয়ে বোনকে নিয়ে গর্তের গভীরে তলিয়ে মৃত্যু হয় সামিয়া ও সামিবার।

আরও জানা যায়, বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ানোর জন্য ওদের মা খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে দুই মেয়েকে পানিতে ভেসে উঠতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাদের মায়ের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। আপন দুই শিশু বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page