০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

আ.লীগ ফিরবে কি ফিরবে না তা চূড়ান্ত হয়ে গেছে ৫ আগস্ট: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

  • তারিখ : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • 27

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, তা চূড়ান্ত হয়ে গেছে গত ৫ আগস্ট। আওয়ামী লীগ যদি কখনও ফিরতো তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না। পৃথিবীতে এমন কোনও ইতিহাস নেই, কোনও ফ্যাসিবাদের পতন হয়ে সেটা আবার ফিরে এসেছে। বরং ফ্যাসিবাদ থেকে যারা উৎখাত হয়েছে তারা ইতিহাসে ক্রমশ নিগৃহীত হয়েছে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় জার্মানি ও ইতালির ফ্যাসিস্টদের উদাহরণ দিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নাৎসি পার্টি ও মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি যে ক্যাটাগরির, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগও একই ক্যাটাগরির। এই আওয়ামী লীগের বাংলাদেশে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে বা পরে আর কোনোভাবে ফেরার সুযোগ নেই।’

একই দিন বিকালে অপর একটি সভায় হাসনাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোনও ফর্মে পুনর্বাসিত না হতে পারে। ফ্যাসিবাদ বিভিন্ন ফর্মে আসতে পারে। ফ্যাসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে, সমাজ কাঠামোতেও থাকতে পারে, অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে। ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

‘এই তরুণ প্রজন্ম কিছু বলতে চায়। তাদের বলতে দিতে হবে। না বলার কারণে তাদের ভেতর যেন ক্ষোভ সৃষ্টি না হয়, তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি এই নতুন বাংলাদেশ গড়বো সবাইকে নিয়ে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন– সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম প্রমুখ।

এর আগে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী গণপাঠাগারে ৭০০ বই উপহার দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক কথা বলেন তিনি।

error: Content is protected !!

আ.লীগ ফিরবে কি ফিরবে না তা চূড়ান্ত হয়ে গেছে ৫ আগস্ট: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

তারিখ : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, তা চূড়ান্ত হয়ে গেছে গত ৫ আগস্ট। আওয়ামী লীগ যদি কখনও ফিরতো তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না। পৃথিবীতে এমন কোনও ইতিহাস নেই, কোনও ফ্যাসিবাদের পতন হয়ে সেটা আবার ফিরে এসেছে। বরং ফ্যাসিবাদ থেকে যারা উৎখাত হয়েছে তারা ইতিহাসে ক্রমশ নিগৃহীত হয়েছে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় জার্মানি ও ইতালির ফ্যাসিস্টদের উদাহরণ দিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নাৎসি পার্টি ও মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি যে ক্যাটাগরির, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগও একই ক্যাটাগরির। এই আওয়ামী লীগের বাংলাদেশে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে বা পরে আর কোনোভাবে ফেরার সুযোগ নেই।’

একই দিন বিকালে অপর একটি সভায় হাসনাত বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোনও ফর্মে পুনর্বাসিত না হতে পারে। ফ্যাসিবাদ বিভিন্ন ফর্মে আসতে পারে। ফ্যাসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে, সমাজ কাঠামোতেও থাকতে পারে, অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে। ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

‘এই তরুণ প্রজন্ম কিছু বলতে চায়। তাদের বলতে দিতে হবে। না বলার কারণে তাদের ভেতর যেন ক্ষোভ সৃষ্টি না হয়, তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি এই নতুন বাংলাদেশ গড়বো সবাইকে নিয়ে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন– সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম প্রমুখ।

এর আগে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী গণপাঠাগারে ৭০০ বই উপহার দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক কথা বলেন তিনি।