কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল

আলমগীর কবির।।
কুমিল্লা মহানগর জামায়াতের কর্মী সম্মেলন সফল ও দলটির আমীর ডাক্তার শফিকুর রহমানের কুমিল্লায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার বিকালে মহানগর জামায়াতের উদ্যোগে একটি মিছিল নগরীর কান্দিরপাড় থেকে বের করা হয়। পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়।

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে মিছিলে মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোঃ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, প্রায় ২৫ হাজার কর্মীর নিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল ও ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি থাকবেন। প্রধান বক্তা থাকবেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন।তিনি আরো বলেন প্রায় ১৯ বছর পর প্রকাশ্যে সম্মেলনে উপস্থিত হতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষ অধীর অপেক্ষায় রয়েছে। আমাদের এই কর্মী সম্মেলন এক বিশাল জনসমুদ্রে রূপ নিবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সাধারণ মানুষ জামায়াতকে হৃদয়ে ধারণ করে। সে সকল মানুষও এই সভায় যোগ দিবে দলে দলে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page