ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় দুই দোকানিকে জরিমানা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুই মুদিদোকানদারকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রয় করায় দুই মুদি ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জব্দকৃত পলিথিনগুলো জেলা পরিবেশ অধিদপ্তরে দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। পরিবেশ দূষণরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেছেন

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page