চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন, গাজী মো: সহিদ উল্লাহ, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাইনুল আহসান মাসুদ, মো: ইলিয়াছ উদ্দিন (লিটন) বেপারী, মো: ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, পৌরসভা মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ রানা সুজন, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী গিয়াস উদ্দিন আবু, ফরিদ উল্লাহ, বাবুল মিয়া।

২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহজাহান ও পৌরসভা বিএনপি নেতা মাষ্টার মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী,
২নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল লতিফ, মাষ্টার মোস্তফা কামাল, বাবুল মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হৃদয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, পৌর বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী গিয়াস উদ্দিন আবু, ফরিদ উল্লাহ, সেরু মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আবদুল কুদ্দুস, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর রহিম মুন্সী, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াছিন সবুজ, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হানিফ , ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ২নং ওয়ার্ড যুবদল নেতা রুবেল, আমজাদ, কবিরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি পদে ছেরু মিয়া ও হাজী শাহজাহান। সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ উল্লাহ, মোঃ শহীদুর রহমান, মোঃ বাবুল মিয়া, মোঃ মিজানুর রহমান, গাজী গিয়াস উদ্দিন আবুসহ একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়নি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page