১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণে জায়গা দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ৫০ বছরের শিক্ষাজীবনের ইতি: কুমিল্লায় মাদরাসা শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার কুমিল্লায় বিসিকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, ৭ জন গ্রেফতার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন লাকসামে মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; দশ মামলার আসামী সোহাগ গ্রেপ্তার কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ

  • তারিখ : ১২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 132

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ বলছে ককটেল নয় সেগুলো ফটকা বাজি ছিল। সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৯টায় কলেজের কান্দিরপাড়ের ডিগ্রি শাখায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখার নতুন ১০তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে। যারা রাতজুড়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে এসব চলে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করে। এতে মাদকসেবীরা সেখানে প্রবেশ করতে পারছিলনা।

কলেজের শিক্ষকদের একটি সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় উচ্চ মাধ্যমিকে ওই খেলার মাঠে আসেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। রাত ৯টার কিছু সময় আগে তিনি বের হতে নাহতেই কয়েকটি ককটেল বিকট শব্দে ক্যাম্পাসের বাইরে থেকে এসে খেলার মাঠে পড়ে। এসময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। দিশেহারা শিক্ষকরা দিগবিদিগ ছুটাছটি শুরু করেন। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়। এঘটনায় কেউ আহত না হলেও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান কয়েকজন শিক্ষক।

শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, কয়েকদিন আগে কলেজ প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষেধ করে। সম্প্রতি শিক্ষকরা রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। গত চার দিন ধরে খেলছিল। আজ যখন অধ্যক্ষ স্যার গেলেন আমরাও সেখানে যাই। ছাড়ো আমাদের সাথে খেলা শেষ করে ৯টার কিছু সময় আগে বের হয়ে যাচ্ছিলেন। আমরাও বের হয়ে যাই। তখনো কয়েকজন শিক্ষক খেলছিলেন। আমি কলেজ থেকে বের হয়েই বিকট কয়েকটি শব্দ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি এই অবস্থা। শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধারণা করছি যারা কলেজে মাদক সেবন করতে পারছিল না এসব বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে।

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কলেজে বহিরাগত ছেলেরা ঢুকতে পারছিল না, তাই তারা ফটকা ফাটিয়েছে বলে শুনেছি। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ভিক্টোরিয়া কলেজে ও আশপাশে পুলিশের কঠোর নজরদারী চলছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ

তারিখ : ১২:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ বলছে ককটেল নয় সেগুলো ফটকা বাজি ছিল। সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৯টায় কলেজের কান্দিরপাড়ের ডিগ্রি শাখায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখার নতুন ১০তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে। যারা রাতজুড়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে এসব চলে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করে। এতে মাদকসেবীরা সেখানে প্রবেশ করতে পারছিলনা।

কলেজের শিক্ষকদের একটি সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় উচ্চ মাধ্যমিকে ওই খেলার মাঠে আসেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। রাত ৯টার কিছু সময় আগে তিনি বের হতে নাহতেই কয়েকটি ককটেল বিকট শব্দে ক্যাম্পাসের বাইরে থেকে এসে খেলার মাঠে পড়ে। এসময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। দিশেহারা শিক্ষকরা দিগবিদিগ ছুটাছটি শুরু করেন। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়। এঘটনায় কেউ আহত না হলেও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান কয়েকজন শিক্ষক।

শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, কয়েকদিন আগে কলেজ প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষেধ করে। সম্প্রতি শিক্ষকরা রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। গত চার দিন ধরে খেলছিল। আজ যখন অধ্যক্ষ স্যার গেলেন আমরাও সেখানে যাই। ছাড়ো আমাদের সাথে খেলা শেষ করে ৯টার কিছু সময় আগে বের হয়ে যাচ্ছিলেন। আমরাও বের হয়ে যাই। তখনো কয়েকজন শিক্ষক খেলছিলেন। আমি কলেজ থেকে বের হয়েই বিকট কয়েকটি শব্দ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি এই অবস্থা। শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধারণা করছি যারা কলেজে মাদক সেবন করতে পারছিল না এসব বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে।

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কলেজে বহিরাগত ছেলেরা ঢুকতে পারছিল না, তাই তারা ফটকা ফাটিয়েছে বলে শুনেছি। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ভিক্টোরিয়া কলেজে ও আশপাশে পুলিশের কঠোর নজরদারী চলছে।