ছাত্রদের নিরাপত্তার জন্য যদি লাশও পড়ে যায়, তবুও আমরা দাড়িয়ে থাকবো- প্রফেসর আবুল বশার ভূঁঞা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় এ প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বশার ভূঁঞা বলেন, ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দিনে যেমন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছি, অন্ধকারেও তাদের প্রবেশ করার অনুমতি দিব আমরা? যদি আমার ছাত্রদের নিরাপত্তার জন্য যদি আমার লাশও পড়ে যায় তবুও আমরা সেখানে দাড়িয়ে থাকবো। যারা এই ঘটনার সাথে জড়িত, এই ঘটনা যারা ঘটিয়েছে এবং ভবিষ্যতে শুধু কলেজ ক্যাম্পাস নয়, আমার কোনো ছাত্র- শিক্ষক- কর্মচারীদের যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে আঘাত করা হয় আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। যারা গতকাল রাতে আমার শিক্ষকদের উপর ককটেল হামলা করেছে প্রশাসনকে জানাচ্ছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করুন। যারা হামলা করে প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদের আবার জানিয়ে দিতে চাই, আমাদের কি ভয় দেখাবেন আপনারা? আমরা আমাদের সন্তানের রক্ত দেখেছি। লাশ দেখেছি। আমরা ভয় পাই না। আমি প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আয়তায় আনুন।

এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক মো. মুনছুর হেল্লালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ, কলেজ প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী সবাই বক্তব্যে সন্ত্রাসী মাদকসেবীদের বিচারের আহ্বান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page