চৌদ্দগ্রামে চিওড়া আছগরিয়া ফাযিল মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া আছগরিয়া ফাযিল মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজ আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে চিওড়া আছগরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্ল্যাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলাইমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহাম্মেদের সুযোগ্য ভাতিজা, জাতীয় পার্টি’র (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম নির্বাচনী আসনের জাতীয় পার্টির এমপি পার্থী কাজী নাহিদ।

উক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক ইমরান হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক ছাত্র ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিজি, উক্ত মাদ্রাসার সাবেক প্রেন্সিপাল মাওলানা ফয়েজ উল্ল্যাহ্, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা খবির আহম্মদ মজুমদার,চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম শামসুদ্দিন, চিওড়া কাজী পরিবারের কৃতি সন্তান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যংকের ভাইস প্রেসিডেন্ট কাজী তারেক, চিওড়া কাজী পরিবারের কৃতি সন্তান ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারী কাজী রকিব,

মাদ্রাসার সাবেক ছাত্র ও জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী হুমায়ুন কবির সুজন, মাদ্রাসার সাবেক ছাত্র ফেণী ফালাহিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল মুমিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মদ্রাসার উপাধাক্ষ্য মো: ইসমাইল, উক্ত মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা কাজী নাজমুল (চুট্টু), কাছারিপাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, ভুলকরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ফারুকি, সেনবাগ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম আজম, পাঠাননগর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহম্মদ জাফরী, প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাজেদুল হক, চৌদ্দগ্রাম ফয়জুন্নেসা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আহছান উল্লাহ, উক্ত মসজিদের ইন্জিনিয়ার মো: মীর হোসেন, চিওড়া আছগরিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page