বুড়িচংয়ে চুরি-ডাকাতি ও মাদক মামলার ৬ আসামী গ্রেফতার

কাজী খোরশেদ আলম।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি,ডাকাতি ও মাদক মামলার এবং ওয়ারেন্টভূক্ত ৬আসামীকে গ্রেফতার করেছে।

গত ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম-১, এসআই নুরুল ইসলাম-২, এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা এবং একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মাদক মামলা ও ওয়ারেন্টভূক্ত ৬আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো-কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের জালাল এর ছেলে মেহেদী হাসান (২৫), ফরিদ মিয়ার ছেলে রবিউল হাসান (২২), তাজুল ইসলামের ছেলে দেলোয়ার (৩০) একই উপজেলার ষোলনল ইউনিয়নের কোশাইয়াম গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম (২৩), শাহদৌলতপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে রেজাউল করিম (২৬) ও দিনাজপুর জেলার বিরল থানা মোহনপুর গ্রামের খলিল আলীর ছেলে খোকন আলী (২৮)।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) শনিবার দুপুরে আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বুড়িচং থানা এলাকায় চুরি, ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page