ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযানে খালের উপর থেকে অবৈধ ১৭ টি দোকানঘর উচ্ছেদ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি খালের উপর নির্মাণ করা ১৭টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশে সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় গাজী মার্কেট নামক স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ৮নং ওয়ার্ডের গাজী মার্কেট এলাকায় সরকারি খাল দখল করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ১৭টি দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় একটি চক্র। পরে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সোমবার দিনব্যাপী ওই স্থানের অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা আটজন মালিকের ১৭টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page