০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ অনুপ্রবেশে আটক ৫ বাংলাদেশিকে কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর দুর্ঘটনার পর বড় পদক্ষেপ: কুমিল্লায় সব হোটেলের বাস কাউন্টার অপসারণ; নতুন ইউটার্নের ঘোষণা কুমিল্লার বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত কুমিল্লায় কনের বাড়িতে বরকে আটকে ১৫ লাখ টাকা জরিমানা অসহায় মানুষের পাশে দুর্বার বাংলাদেশ: প্রজেক্ট স্বাবলম্বী উদ্যোগে রিকশা প্রদান কুমিল্লার তিতাসে গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতির সংবাদ সম্মেলন এবার দুর্ঘটনার কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল বাস, শিক্ষার্থীসহ আহত ৪

সিজেডএম-এর ৫০ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি পেল ৩১ জন শিক্ষার্থী

  • তারিখ : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 19

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) কুমিল্লা অঞ্চলের ৩১ জন অসচ্ছল শিক্ষার্থী সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) ৫০ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি পেয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২.৫ বছর মাসিক ৪০০০ টাকা করে পাবেন। এই বৃত্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং সিজেডএম-এর সহযোগী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সিজেডএম-এর জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের কর্পোরেট প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের যাকাতের অর্থ দিয়ে গঠিত তহবিল থেকে সিজেডএম এই বৃত্তি প্রদান করে আসছে। এখন পর্যন্ত প্রায় ১৭,৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে সিজেডএম ৭৮০০ শিক্ষার্থীকে মাসিক ৪০০০ টাকা হারে ২.৫ বছরের জন্য বৃত্তি দিচ্ছে। এ বছর সারা দেশে আরও ১৮০০ শিক্ষার্থীর জন্য নতুন বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে।

error: Content is protected !!

সিজেডএম-এর ৫০ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি পেল ৩১ জন শিক্ষার্থী

তারিখ : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) কুমিল্লা অঞ্চলের ৩১ জন অসচ্ছল শিক্ষার্থী সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) ৫০ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি পেয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২.৫ বছর মাসিক ৪০০০ টাকা করে পাবেন। এই বৃত্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং সিজেডএম-এর সহযোগী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সিজেডএম-এর জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের কর্পোরেট প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের যাকাতের অর্থ দিয়ে গঠিত তহবিল থেকে সিজেডএম এই বৃত্তি প্রদান করে আসছে। এখন পর্যন্ত প্রায় ১৭,৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে সিজেডএম ৭৮০০ শিক্ষার্থীকে মাসিক ৪০০০ টাকা হারে ২.৫ বছরের জন্য বৃত্তি দিচ্ছে। এ বছর সারা দেশে আরও ১৮০০ শিক্ষার্থীর জন্য নতুন বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে।