মনোহরগঞ্জ সোলায়মান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়ন জনতা বাজার সোলায়মান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সরসপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও সাটরা প্রভাতী কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক মো দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, জনতা বাজার সোলায়মান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,বরল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মো মন্টু, উত্তর হাওলা স্কুল ও কলেজের প্রধান শিক্ষক এস এম শেখ কামাল।

এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো আনোয়ার হোসেন চৌধুরী (রিপন), সমাজ সেবক আবু ইউসুফ, মো ইলিয়াস, মো: সেলিম , মো রেজাউল করিম রিয়াজ, হাফেজ মোহাম্মদ হোসাইন, আব্দুল রহিম, মোহাম্মদ আব্দুল, সাইফুল ইসলাম তুফান প্রমূখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page