কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা; স্কুলের শিক্ষকসহ ১৩ জন আহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক পর্য্যায়ে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ওশান হাই স্কুলের শিক্ষকসহ ১৩ জন গুরুতর আহত হয়েছে।

(১ ফেব্রুয়ারী) শনিবার উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক পর্য্যায়ে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলায় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল বিজয়ী হয়।

খেলায় বিজয় অর্জন করায় আনন্দ উল্লাস করার পথে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এবং চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ এর বহিরাগতরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের শিক্ষকসহ খেলোয়াড়দের উপর অতর্কিত লাঠি-সোটা, ব্যাট, স্ট্যাম্প দিয়ে হামলা চালায়।

এতে ওশান হাই স্কুলের দুইজন শিক্ষক ও খেলোয়াড়সহ ১৩ জন মাথায় ও শরীরে বেশ গুরুতর আঘাত হয়। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়।

আহতরা হলেন- স্কুলের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ (২৮), সহকারি শিক্ষক মো. আসিফ খান চৌধুরী (৩৩), খেলোয়াড় যথাক্রমে মো. তাসফিকুল ইসলাম জিসান (১৪), মো. সাইফুল ইসলাম (১৫), মো. সামির হোসেন (১৭), মো. জিসান হোসেন রাফিজ (১৬), মোঃ ফয়সাল হোসেন (১৭), মো. সৌরভ (১৫), মো. জারিফ হোসেন (১৫), মো. অমি (১৫), মো. আব্দুল্লাহ আল মুবিন (১৩), মো. সিফাত (১৭), মো. কাজী রিহান রশিদ (১৫)। আহতরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page