মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিজিবি গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে সীমান্তে অভিযান চালিয়ে গাঁজাসহ মুমিনুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে।
বিজিবি কতৃক জানাযায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন সালদানদী নামক স্থান হতে ০৬ কেজি গাঁজা ও ০১ টি ব্যাগ সহ মাদক চোরাকারবারী নারায়ণগঞ্জ জেলার মৃত্যু রফিক উল্লাহ ছেলে এল এন গ্রামের মোঃ মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
আরো দেখুন:You cannot copy content of this page