চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালদের অভিযানে ৪ মাটি ব্যবসায়ীকে ৭দিনের জেল

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারজন মাটি ব্যবসায়ী ও মাটি পরিবহন শ্রমিককে সাত (০৭) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় একটি মামলায় তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ও উপজেলা ও কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে অবৈধভাবে বা অনুমতিবিহীন জলাশয়ের মাটিকাটার বিরুদ্ধে বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ উপায়ে মাটিকাটা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page