মুরাদনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ ও শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী হাফেজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর জাহিদুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মাহমুদুল হাছান, সহকারী শিক্ষক ইয়াছমিন আক্তার, হাবিবুর রহমান, শিক্ষার্থী রেশমা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাকির হোসেন, আক্তার হোসেন ভূইয়া, জেবুন্নেছা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

ক্রীড়া প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে মোট ৮৭ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page